প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে মুক্তিযোদ্ধা কোটায় ৫৪ জন এবং মেধা কোটায় ২২ জন নিয়োগ পাবেন।
যোগ্যতা:
মুক্তিযোদ্ধা কোটায় আর্কিটেকচার, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন,
অটোমোবাইল, সিভিল, কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার, কন্সট্রাকশন,
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড
প্রসেস কন্ট্রোল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, পাওয়ার, রেফ্রিজারেশন অ্যান্ড
এয়ার কন্ডিশনিং, টেলিকমিউনিকেশন অর ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড
নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে
পারবেন।
মেধা কোটায় আবেদন করতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার, ইলেকট্রিক্যাল,
ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স,
টেলিকমিউনিকেশন অর ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা
ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
বেতন:
নিয়োগপ্রাপ্তদের মাসিক ৩৯,০০০/ টাকা বেতন, বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য ভাতা, বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম:নিয়োগপ্রাপ্তদের মাসিক ৩৯,০০০/ টাকা বেতন, বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য ভাতা, বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
প্রার্থীরা অনলাইনে dpdc.org.bd/career ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ জানুয়ারি ২০১৮।
আবেদন করতে পারবেন আমাদের কাছে
যোগাযোগ করুন
সূচনা এন্টারপ্রাইজ
বি-৩৯, টাঙ্গাইল প্লাজা, দোকান নং-১৩
মোবাইল: 01812160587 অথবা 01840567424
Contarct us Facebook
যোগাযোগ করুন
সূচনা এন্টারপ্রাইজ
বি-৩৯, টাঙ্গাইল প্লাজা, দোকান নং-১৩
মোবাইল: 01812160587 অথবা 01840567424
Contarct us Facebook
0 comments:
ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য দেওয়ার জন্য......